LIVE: চলছে ভোট গণনা, নোয়াপাড়ায় চতুর্থ রাউন্ডেও এগিয়ে তৃণমূল, দ্বিতীয় স্থানে হাড্ডাহাড্ডি লড়াই সিপিএম, বিজেপির

উলুবেড়িয়া/নোয়াপাড়া: # নোয়াপাড়ায় সপ্তম রাউন্ডের শেষে ৩২,৬২৭ ভোটে এগিয়ে তৃণমূল।

# উলুবেড়িয়ার বাগনান বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল।

# ষষ্ঠ রাউন্ডের শেষে ২৯,৮৩৭ ভোটে এগিয়ে তৃণমূল।

# পঞ্চম রাউন্ডের শেষে নোয়াপাড়ায় ২৬,৬৬৫ ভোটে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম, তৃতীয় বিজেপি।

#উলুবেড়িয়া লোকসভায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় বিজেপি।

hwh uluberia bypoll counting 3

# শুরু হল উলুবেড়িয়া কেন্দ্রের ভোট গণনা।

# তৃতীয় রাউন্ডের শেষেও এগিয়ে তৃণমূল, ১৯,২৮২ ভোটে এগিয়ে।

# দ্বিতীয় রাউন্ডে বিজেপি পেয়েছে ৫৩০২ ভোট, সিপিএম ৩৩৮১ ভোট।

# নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস এগিয়ে ১২,৯৯৯ ভোটে। ২ নম্বরে রয়েছে বিজেপি, ৩-এ সিপিএম। চতুর্থ কংগ্রেস।

গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। শ্যামপুর বেলপুকুর সিদ্ধেশ্বরী কলেজ ও উলুবেড়িয়া সিআইপিটি কলেজে হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের গণনা। অন্যদিকে নোয়াপাড়া বিধানসভার গণনা হচ্ছে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে।

২৯ জানুয়ারি এই দুই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। উলুবেড়িয়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূলের সাজদা আহমেদ, সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা, বিজেপির অনুপম মল্লিক এবং কংগ্রেসের মুদসসর হোসেন ওয়ারসি।

নোয়াপাড়াতেও লড়াই হয়েছে চর্তুমুখী। এখানকার তৃণমূল প্রার্থী সুনীল সিংহ। এছাড়াও বিজেপির সন্দীপ বন্দ্যোপাধ্যায়, সিপিএমের গার্গী চট্টোপাধ্যায় এবং কংগ্রেসের গৌতম বসু প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Releated Post